ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সংযোগ ডেস্ক: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও সোহাগ হত্যাকারীদের ফাঁসির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে সকল ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান সরকার শাহীন প্রমুখ।