জেলা পরিষদের খেয়াঘাটের চুক্তিপত্র হস্তান্তর

জেলা পরিষদের খেয়াঘাটের চুক্তিপত্র হস্তান্তর

জেলা পরিষদের খেয়াঘাটের চুক্তিপত্র হস্তান্তর

সংবাদদাতা: 

গাইবান্ধা জেলা পরিষদের মালিকনাধীন ফুলছড়ি উপজেলার ফুলছড়ি লটঘাট, গাবগাছি-গজরিয়া-গলনা, ভাদিয়ারপাড়া, টেপরিগঞ্জ খেয়াঘাট ইজারার চুক্তি সম্পন্ন হয়েছে। ১৪৩২ বাংলা সনের জন্য এই খেয়াঘাটের ইজারা চুক্তিপত্র ও দখল ইজারাদারের কাছ হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে গাইবান্ধা জেলা পরিষদের একটি প্রতিনিধি দল সরেজমিন খেয়াঘাট পরিদর্শনের পর ইজারাদার সফিকুল ইসলামকে চুক্তিপত্র ও দখল বুঝিয়ে দেন। গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) এ.কে.এম হেদায়েতুল ইসলাম এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিপত্রে উল্লেখ করা হয়, ঘাট চলাকালীন সময়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল পরিবহন করা যাবেনা এবং নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত  টোল আদায় করা যাবে না।