ফুলছড়িতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

সংযোগ ডেস্ক:
গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টে, বাংলাদেশের আয়োজনে শুক্রবার (২৭ জুন) ফুলছড়ি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন, হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, ফুলছড়ি উপজেলা পিএফজির সমন্বয়কারী শামসুজ্জোহা বাবলু, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম শফিকুর রহমান, ইয়ুথ পিস এম্বাসেডর খোরশেদ আলম, সদস্য মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, “বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতির ভিত্তি গড়ে তুলতে হলে আমাদের আগে নিজেদের ভেতরে জেন্ডার সচেতনতা তৈরি করতে হবে। সংঘাত নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমেই আমরা একটি মানবিক বাংলাদেশ নির্মাণ করতে পারি।