উঠানে ট্যাংক বসিয়ে মাছ চাষ

মাছ চাষ

বাড়ির উঠানে ট্যাংক বসিয়ে মাছ চাষের বিস্ময়কর গল্প

উঠানে ট্যাংক বসিয়ে মাছ চাষ: পুকুর ছাড়াই সেলিম ভাইয়ের বাজিমাত!

সেলিম: পুকুর ছাড়াই যে মাছ চাষ করা যায়, সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি। আমার এই ট্যাংকে বর্তমানে তেলাপিয়া চাষ করছি। মাছ থেকে এখন পর্যন্ত আমি ১১,৭৭০ টাকা আয় করেছি, আর এখনো প্রায় ২০০টির বেশি বড় মাছ আছে যার বাজারমূল্য প্রায় ৮-১০ হাজার টাকা। এই মাছগুলো এক একটি আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত ওজনের হয়।

সেলিম: আমার তো নিজস্ব কোনো পুকুর নেই, তাই ভাবতাম কীভাবে মাছ চাষ করা যায়। তখন এসকেএস (SKS) ফাউন্ডেশন আমাকে ইউনিয়ন পরিষদে নিয়ে মাছ চাষের ওপর ট্রেনিং দেয়। ট্রেনিং শেষে তারা আমাকে ট্যাংক তৈরির জন্য ৫০ হাজার টাকার একটি চেক দেয়। আমি প্রায় ২০০০ ইট আর বালু দিয়ে ২০ ফুটের এই পাকা ট্যাংকটি তৈরি করেছি।

সেলিম: আমি ঢাকা গাজীপুর থেকে ২,০০০ মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে আসি। দেড় মাস পর যখন মাছগুলো জ্যাম হয়ে যাচ্ছিল, তখন ১,০০০ মাছ বিক্রি করে দিই ৭,০০০ টাকায়। এরপর আড়াই মাস পর আরও ৮০০ মাছ পিস হিসেবে বিক্রি করি। এখন যে মাছগুলো আছে সেগুলো ৩টাতেই এক কেজি হচ্ছে। আমার মোট খরচ হয়েছিল প্রায় ১৭,৫০০ টাকা, আর লাভ হয়েছে তার চেয়ে অনেক বেশি।

সেলিম: পুকুরে মাছ চাষ করলে অনেক সময় মুরগির বিষ্ঠা বা পচা ময়লা দিয়ে চাষ করা হয়, কিন্তু আমার এখানে কোনো ভেজাল নেই। আমি শুধু ফিট খাবার খাওয়াই। ট্যাংকের ওপর মাচা করে লাউ আর তোরাই চাষ করেছি। এখান থেকে প্রায় ১৫০০ টাকার সবজি বিক্রি করেছি এবং নিজেরাও খাচ্ছি। বাড়িতে মেহমান আসলে পুকুরে যেতে হয় না, উঠান থেকেই মাছ ধরে খাওয়ানো যায়।

সেলিম: শুরুতে গ্রামের মানুষ হাসাহাসি করত। কিন্তু এখন মাছের গ্রোথ দেখে সবাই অবাক হয়ে দেখতে আসে। মৎস্য অফিসের স্যাররা এসে আমাকে লাইসেন্স করে দিয়েছেন এবং আমাকে একজন সফল মৎস্য চাষি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি বদরগঞ্জ থেকেও মানুষ ফোন দিয়ে আমার কাছ থেকে মাছ ও পদ্ধতি সম্পর্কে জানতে চায়।

সেলিম: সুস্থ থাকতে হলে প্রতিদিন অন্তত ১০০ গ্রাম মাছ খাওয়া দরকার। আমি নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবেও সফল হয়েছি। এর আগে ২০টি শিং মাছ পরীক্ষামূলকভাবে ছেড়েছিলাম, সেগুলোর ফলাফলও দারুণ ছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই পদ্ধতিতে মাছ চাষ করার ইচ্ছা আছে।

সেলিম: যাদের পুকুর নেই কিন্তু বাড়ির পাশে একটু জায়গা আছে, তারা চাইলেই এই পদ্ধতিতে স্বাবলম্বী হতে পারেন।

ইউটিউব ভিডিও লিঙ্ক: https://youtu.be/9cqaVg1G7VM