সাংবাদিক ময়নুলকে লাঞ্ছিত ও হুমকির ঘটনায় ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রতিবাদ

সাংবাদিক ময়নুলকে লাঞ্ছিত ও হুমকির ঘটনায় ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রতিবাদ

সংযোগ ডেস্ক:

দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব পত্রিকার সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রকাশ্যে জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন

সোমবার (২৪ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কুদ্দুস আলম ও সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম বলেন, সাংবাদিক ময়নুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একজন সংবাদকর্মীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেনি, বরং মত প্রকাশের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও ভয়াবহ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে

তারা বলেন, একজন জনপ্রতিনিধির আপন ভাই হিসেবে পরিচিত কোনো ব্যক্তি যদি এমন বেপরোয়া ও অপরাধমূলক আচরণ করেন, তাহলে তা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে গাইবান্ধায় সাংবাদিকতা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সামাজিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান অনেকের জন্য অসন্তোষের কারণ হলেও, তাকে হুমকি ও লাঞ্ছনার মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না

সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ফুল মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে

প্রসঙ্গত, গত শনিবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই ফুল মিয়া ফোনে হুমকি দেওয়ার পর বাজারের সড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ময়নুল ইসলাম এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আনিছুর রহমানকে