সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে নারী বিষয়ক সুপারিশমালা বাতিলের দাবী

সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে নারী বিষয়ক সুপারিশমালা বাতিলের দাবী

সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে নারী বিষয়ক সুপারিশমালা বাতিলের দাবী

সংবাদ বিজ্ঞপ্তি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান। সম্মেলন পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান। সম্মলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নুরুন্নবী প্রধান, সাইফুল ইসলাম মন্ডল, খাইরুল আমিন, অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান  প্রমূখ

এসময় প্রধান অতিথি আবদুল হালিম বলেন,আমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দেই ইসলামে সৎকাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আত্মীয়তার হক আদায়ের কথা বলা হয়েছে, সকল মানুষেরই অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের কথাও বলা হয়েছে। ইতোপূর্বে জামায়াতের দুইজন মন্ত্রী আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ইনসাফের প্রতিক দাড়িপাল্লা মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ।’

নারী বিষয়ক সুপারিশমালা প্রসঙ্গে তিনি বলেন, "নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা পবিত্র কুরআনের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক এই প্রস্তাবনার মাধ্যমে দেশের ধর্মীয় মুল্যবোধ ও ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে।" তিনি অবিলম্বে অগ্রহণযোগ্য ও বিতর্কিত নারীবিষয়ক সুপারিশমালা বাতিলের দাবি জানিয়েছেন।’ প্রধান অতিথি আরো বলেন,১৯ এপ্রিল শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্যনীয়। কমিশনের সুপারিশমালার ২৫ পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী-পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।’

সম্মলেন শেষে সম্প্রতি ছিনতাইকারী দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত অটোরিক্সাচালক ও পত্রিকা বিক্রেতা আনিুসর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের আব্দুল হামিদ  মিয়ার ছেলে ইজিবাইক চালক ও পত্রিকা বিক্রেতা নিহত আনিসুর রহমান(৩৭) এর স্ত্রী ও সন্তানদের হাতে নগদ ৫২ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। গাইবান্ধা জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।