এনসিপির কর্মসূচীতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ 

এনসিপির কর্মসূচীতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ 

সংযোগ ডেস্ক:

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলাঅগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে  জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

দলীয় কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকারজেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকারসহকারি সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানাশহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলমজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডলশহর সেক্রেটারী আবু হাসান নয়া মিয়াসদর উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলামশিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস প্রমূখ

বক্তারা বলেনযারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন যেভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর এ হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি তাই ফ্যাসিবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা