শহীদ জিয়ার ছবি অবমাননা ও অশ্লীল স্লোগানের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ

সংযোগ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা কৃষক দলের আহবায়ক মো. মোস্তাক আহমেদ, জেলা জাসাস’র আহবায়ক বজলুল করিম রপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, খন্দকার আল আমিন প্রমুখ। কর্মসূচী সঞ্চালন করেন জেলা জাসাস’র সদস্য সচিব কাওসার ওয়াহিদ খান সুজন।
বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দিবে না, বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
বক্তারা আরও বলেন, যারা স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমানানো করে, যারা তারুণ্যে অহংকার দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অশ্লীল স্লোগান দেয়, তারা কুলাঙ্গার। তাদেরকে বিএনপি শক্ত হাতে মোকাবিলা করবে।