শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

সংযোগ ডেস্ক:  ‘এক শহীদ এক বৃক্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে ৬ শহীদ স্মরণে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়জ্জম আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আব্দুর রশিদ মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদ আল হাসান, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহমেদ, সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল ও শহীদ সুজন মিয়ার সহধর্মিণী লাইজু আক্তারসহ জুলাই যোদ্ধাগণ।