বাসদ নেতা মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

সংযোগ ডেস্ক: বাসদ মার্কসবাদীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, নির্বাহী ফোরামের সদস্য কমরেড মাসুদ রেজা, নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনের জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, মাহবুবুর রহমান খোকা, পরমানন্দ দাস প্রমূখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী।
বক্তারা বলেন, আজীবন বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে বাংলাদেশের মাটিতে প্রয়োগ করে বাম রাজনীতির একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। সত্যিকারের বিপ্লবী পার্টি বাসদ (মার্কসবাদী) গড়ে তোলার পথে তিনি শত শত বিপ্লবী কর্মী গড়ে তুলেছেন। নিজে আজীবন উন্নত বিপ্লবী চরিত্রের সাধনা করেছেন এবং কমরেডদের গড়ে তোলার জন্য এই চরিত্রের দিকেই তিনি সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন।
বক্তারা বলেন, মুবিনুল হায়দার চৌধুরী বলতেন বড় বড় সভা, সমাবেশ করার চাইতে একটা বিপ্লবী চরিত্র গড়ে তোলা বেশি জরুরী। এই চরিত্র থাকলে শূন্য হাতেও পার্টি গড়ে তোলা যায়। নেতৃবৃন্দ বলেন, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর জীবন সংগ্রাম সারা দেশে যুবক, তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া, তার শিক্ষা নিয়ে আগামীদিনে জুলাই অভ্যুত্থানের আকাংখাকে ধারন করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার আহবান জানান। সভা শুরুর প্রাক্কালে প্রিয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাসদ (মার্কসবাদী) নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ। পরে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।