বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক মিঠুর নাগরিক শোকসভা

বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক মিঠুর নাগরিক শোকসভা

সংযোগ ডেস্ক: গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়কসাবেক পৌর কাউন্সিলর ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্‌বায়ক জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে স্থানীয় গানাসাস্‌ মিলনায়তনে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয় শোকসভায় বুদ্ধিজীবীরাজনৈতিকসামাজিকসাংস্কৃতিকসাংবাদিকমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে তাঁর ত্যাগ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষবীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদাবীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজাসাংবাদিক গোবিন্দলাল দাস, গানাসাসের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবুজাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনিবাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীগণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুজিএম চৌধুরী মিঠুর বড় ভাই মহসীন চৌধুরী শামীমসাবেক বাসদ নেতা ওমর হাবীব বাদশাশ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডলসাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলামকৃষক শ্রমিক জনতা লীগের জেলা সদস্য জুয়েল মিয়ারাস্ট্র সংস্কার আন্দোলনের মৃনাল কান্তি বর্মনবিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ আহমেদবাসদ মাকর্সবাদী জেলা সদস্য পরমানন্দ দাসওয়ার্কার্স পার্টির জেলা নেতা কামরুল ইসলামসমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপি প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান

বক্তারা বলেনজিএম চৌধুরী মিঠু নানা ধরণের সামাজিক ও নাগরিক কর্মকান্ড অগ্রণী ভুমিকা পালন করেছেন তাঁর জীবন ছিল বহুমুখী কর্মকান্ডে উজ্জ্বল বরেণ্য এই ব্যক্তিত্ব নিজ কর্মগুণেই সমাজের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন তিনি আজীবন নিজেকে যুক্ত রেখেছিলেন মানবতার সেবা ও সামাজিক কর্মকান্ডে তিনি ছিলেন অসাম্প্রদায়িকগণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ বক্তারা আরও বলেনমিঠু ছিলেন সংগ্রামী প্রতিবাদী ও অকুতোভয় একজন মানুষ তেমনটি করার মত লোকও দুর্ভাগা দেশ থেকে বিলীন হতে চলেছে অসাধারণ প্রজ্ঞাবানপ্রথিতযশা এই মহান ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনা করেন বক্তারা