শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংযোগ ডেস্ক: ‘জুলাই অভ্যুত্থানের চেতনায় কাজ করুন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তুলুন’ এ স্লোগান সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙলবার (৮ জুলাই) সংগঠনের গাইবান্ধা জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, গত ৫৫ বছরে দেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা—এই মৌলিক দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। অথচ স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলনে শ্রমিকরা সামনে থেকে লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন; কিন্তু কোনো সরকারই তাঁদের আত্মত্যাগের মূল্য দেয়নি।
বক্তারা আরো বলেন, জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে। বর্তমান সময়ে বিভিন্ন কলকারখানায় শ্রমিক নিপীড়ন, বেতন বকেয়া, বিনা নোটিশে ছাঁটাই এমনকি হত্যার ঘটনাও ঘটছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ গড়ার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান তারা। সভায় নেতৃবৃন্দ অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সভা শেষে সংগঠনের সদস্যরা শ্রমিক অধিকার আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।