সামনে আসছে ‘বরবাদ’

সামনে আসছে ‘বরবাদ’

সংযোগ ডেস্ক: 

এবার ঈদে দর্শকের জন্য সুখবর আছে। দর্শক হৃদয় মাতাতে ঈদে আসছে সিনেমা  ‘বরবাদ’। নানা কারণে ইতিমধ্যে আলোচনায় জায়গা করে নিয়েছে ‘বরবাদ’। সিনেমাটির আইটেম গাণ ‘চাঁদ মামা’য় দেখা যাবে কলকাতার নুসরাত জাহানকেও। গানটির কয়েক সেকেন্ডের প্রোমো প্রকাশ পেয়েছে। প্রোমোটি প্রকাশের পর মাত্র ১০ ঘন্টার মধ্যে ৩ মিলিয়ন দর্শক দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে শাকিব খানের সাথে নাকা নামে একটি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত জাহান। সিনেমার পর এবার আইটেম গাণেও দেখা মিলবে। 

‘চাঁদ মামা’ পুরোপুরি ডান্স নাম্বারের গান উল্লেখ করে নুসরাত জানিয়েছেন, ‘চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে। নিশ্চয়ই সবাই খুব উপভোগ করবেন। প্রীতম হাসান নিজেই গানটি লিখেছেন এবং সুর ও সংগীত করেছেন, কণ্ঠ মিলিয়েছেন প্রীতম ও দোলা।  শাকিব খানের জন্মদিন উপলক্ষে আজ গানটি প্রকাশ হবে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব ডিনার, মামুনুর রশীদ প্রমুখ।