‘এখনও সেই পথে’

নাফিস কামাল

‘এখনও সেই পথে’

সংযোগ ডেস্ক: 

ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে গায়ক নাফিস কামালের নতুন গান। গানটির শিরোনাম “এখনও সেই পথে”। মূলত: নব্বই দশকের শেষ সময়টাতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কাওসার আহমেদ চৌধুরীর কথা আর নকীব খানের সুরে ‘এলোমেলো’ (এই দেশে এক শহর ছিল…) গানটি দিয়ে আলোচিত হন গায়ক নাফিস কামাল।

নাফিস কামালের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মেতো থাকছেই গানটি পাওয়া যাবে স্পটিফাই, গানচিল, প্রথম আলো অনলাইন, স্বাধীন মিউজিকের প্লাটফর্মে শ্রোতারা গানটি শুনতে পারবেন। গানটির কথা ও সুর করেছেন আসিফ আলতাফ, সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন এবং প্রযোজনা করেছেন ইয়াসির মাহমুদ খান। কক্সবাজারের মেরিন ড্রাইভে দৃশ্যায়িত এই গানের ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক মাহমুদ ও প্রযোজক ব্ল্যাঙ্কবক্স। আর ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী নাফিস কামাল ও আজমেরী আশাকে।

শিল্পী নাফিস কামাল বলেন, এই গান তৈরির পেছনে তার কাছের বন্ধুদের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ, অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতা পেয়েছেন তিনি। শ্রোতাদের জন্য নাফিস কামাল আরও কিছু নতুন গান নিয়ে কাজ করছেন বলে জানা যাচ্ছে। যা শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। 

গানটি দেখতে ভিজিট করুন: https://www.youtube.com/@GaanchillMusicOfficial
https://www.youtube.com/@GaanchillMusicOfficial