ক্ষমা চেয়েও রক্ষা পাননি নেহা

সংযোগ ডেস্ক: গান গাইতে গিয়ে অপমানিত হয়েছেন জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। ঘটনা অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কনসার্টে। দর্শকদের সামনে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর মঞ্চে উঠেন নেহা। এজন্য সবার সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে তারপর গান শুরু করেন। এতোকিছুর পরও তাকে অপমান করতে ছাড়েননি দর্শক। এরপর মঞ্চে উঠেই অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, কান্না থামিয়ে নেহা বলেন, আপনারা সত্যিই ভালো। অনেক সময় ধরে ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন, আমি খুবই দুঃখিত। জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাতে চাইনি। এটি সত্যিই একটি বড় বিষয়। আজকের সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কারণ আপনারা সবাই আমার জন্য মূল্যবান সময় বের করেছেন।
তবে নেহার ক্ষমা চাওয়ার পরেও দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একজন দর্শক মন্তব্য করেন, যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। এ কথাটি নেহার কানে পৌঁছানোর পর তিনি আরও কেঁদে ফেলেন।
দর্শকের মধ্যে কেউ কেউ চিৎকার করে বলেন, খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন, এটা ‘ইন্ডিয়ান আইডল’ নয়। এর পর নেহা আর কোনো পাল্টা জবাব দিতে পারেননি। মাত্র এক ঘণ্টা গান গেয়ে মঞ্চ ছেড়ে চলে যান তিনি।