স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সংযোগ ডেস্ক: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশে জেলা ও সাত উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানীসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ